Wellcome to National Portal

🟣 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, সিলেটের সাথে যোগাযোগের ঠিকানা বাড়ি নং-১৬, রোড নং-২২, ব্লক-ডি, শাহজালাল উপশহর, সিলেট, ফোন : ০২৯৯৭৭০০৮৯৪, ই-মেইল : dig.sylhet@dife.gov.bd  🟣 গুগল ম্যাপে অফিসের অবস্থান দেখতে এখানে ক্লিক করুন     🟣 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে সিলেট এবং সুনামগঞ্জ জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফরম সমূহ
ডাউনলোড
শ্রম আইন অনুযায়ী একটি আদর্শ নিয়োগপত্রের নমুনা পরিচয়পত্র সরবরাহের নমুনা (ফরম ৬) শ্রমিক রেজিস্টার (ফরম ৮) ছুটির রেজিস্টার (ফরম ৯) শ্রমিক কর্তৃক শ্রম আদালতে বিভিন্ন ইস্যুতে মামলা দায়েরের ভিন্ন ভিন্ন ফরম [ফরম ১৪, ৪৪, ৪৪(ক), ৪৪(খ), ৬৬] দৈনিক হাজিরা ও অধিকাল কাজের রেজিস্টার (ফরম ৩৪) কাজের সময় সূচি অনুমোদনের ফরম (১ পালা, ২ পালা, ৩ পালা) মজুরি রেজিস্টার (ফরম ৩৮) মেশিন লে-আউট প্লান অনুমোদনের আবেদন (ফরম ৭৬) লাইসেন্স প্রাপ্তির আবেদন ফরম [ফরম ৭৭] শ্রমিক অনুপাতে বিভিন্ন শিল্প সেক্টরের লাইসেন্স ফি এবং নবায়ন ফি এর হার [শিডিউল ৭] চালান ফরম [টি আর ফরম ৬] অর্ধবার্ষিক বিবরণী [ফরম ৮০] বার্ষিক বিবরণী দাখিলের ফরম [ফরম ৮১] প্রসূতি সুবিধা গ্রহণকারীগণের রেজিস্টার (ফরম ১৯) সন্তান সম্ভবার বিষয়ে অবহিত করিবার নোটিশ [ফরম ১৮] সন্তান প্রসব পরবর্তী নোটিশ [ফরম ১৮(ক)] অগ্নি নির্বাাপন প্রশিক্ষণ রেকর্ড [ফরম ২২] অগ্নি নির্বাাপন মহড়ার রেকর্ড [ফরম ২২(ক)] সার্ভিস বহি [ফরম ৭]

অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে সিলেট এবং সুনামগঞ্জ জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়। 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

উপমহাপরিদর্শকের কার্যালয়, সিলেট

বাড়ি নং-১৬, রোড নং-২২, ব্লক-ডি, শাহজালাল উপশহর, সিলেট

☎️ ০২৯৯৭৭০০৮৯৪, ✉ dig.sylhet@dife.gov.bd

 [অধিক্ষেত্র : সিলেট এবং সুনামগঞ্জ জেলার সমগ্র এলাকা]