গত ১৩ জানুয়ারি ২০২০ তারিখে সিলেট বিভাগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপ-মহাপরিদর্শকের কার্যালয়, সিলেট এর উদ্যোগে সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের কার্যালয়, সিলেট এ শিশুশ্রম নিরসনে কাজ করছে সিলেট বিভাগের ২২ টি এনজিও সংস্থার নির্বাহীদের সাথে একটি সমন্বয় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জনাব সন্দ্বীপ কুমার সিংহ (উপ সচিব) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহাপরিদর্শক জনাব তপন বিকাশ তঞ্চঙ্গ্যা। সমন্বয় সভায় উপস্থিত এনজিও সংস্থাসমূহ হলো আকবেট, এএসইডি, তাসনুভা শামীম ফাউন্ডেশন, এডব্লিউএআরডি,সীমান্তিক, কারিতাস, এফআইডিভিসি,হাসি, মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সিএসআইডি, এসওএস, পাসকপ, এফআইভিডিবি, সিলেট যুব একাডেমি, জৈন্তিয়া ছিন্নমুল, এথনিক কমিউনিটি, শিশু সহায়ক সংস্থা, গ্রীন ডিস এ্যান্ড ফাউন্ডেশন, ইরা।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়, সিলেট
বাড়ি নং-১৬, রোড নং-২২, ব্লক-ডি, শাহজালাল উপশহর, সিলেট
☎️ ০২৯৯৭৭০০৮৯৪, ✉ dig.sylhet@dife.gov.bd
[অধিক্ষেত্র : সিলেট এবং সুনামগঞ্জ জেলার সমগ্র এলাকা]
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস