Wellcome to National Portal

🟣 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, সিলেটের সাথে যোগাযোগের ঠিকানা বাড়ি নং-১৬, রোড নং-২২, ব্লক-ডি, শাহজালাল উপশহর, সিলেট, ফোন : ০২৯৯৭৭০০৮৯৪, ই-মেইল : dig.sylhet@dife.gov.bd  🟣 গুগল ম্যাপে অফিসের অবস্থান দেখতে এখানে ক্লিক করুন     🟣 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে সিলেট এবং সুনামগঞ্জ জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, সিলেটে স্বাগতম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর বিধান অনুযায়ী শ্রমিকদের কল্যাণ, পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থাসমূহ বাস্তবায়নসহ শ্রম ক্ষেত্রে শৃঙ্খলা সমুন্নত রেখে মালিক, শ্রমিক, সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়ের কাজ করে যাচ্ছে।

  

এ অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে দেশব্যাপী ৩১টি জেলায় অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় রয়েছে। উপমহাপরিদর্শকের কার্যালয়, সিলেটের অধিক্ষেত্র সিলেট এবং সুনামগঞ্জ জেলার সমগ্র এলাকা। সাংগঠনিক কাঠামো (Organogram) অনুযায়ী অত্র কার্যালয়ে ১৮ জন কর্মকর্তা এবং ১০ জন কর্মচারীর মোট ২৮ টি পদ রয়েছে। উপমহাপরিদর্শকের কার্যালয়, সিলেটের অফিস ঠিকানা বাড়ি নং-১৬, রোড নং-২২, ব্লক-ডি, শাহজালাল উপশহর, সিলেট


অধিদপ্তরের ভিশন ও মিশন

🟣 ভিশন

◉ নিরাপদ কর্মস্থল, শোভন কর্মপরিবেশ ও শ্রমিকদের জন্য উন্নত জীবনমান।


🟣 মিশন

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসনের পদক্ষেপ গ্রহণ; 

◉ কর্মক্ষেত্রে সকল শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও সেইফটির ব্যবস্থা নিশ্চিতকরণ;

◉ বিভিন্ন খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরী হার বাস্তবায়ন নিশ্চিতকরণ।

খবর

অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে সিলেট এবং সুনামগঞ্জ জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়। 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

উপমহাপরিদর্শকের কার্যালয়, সিলেট

বাড়ি নং-১৬, রোড নং-২২, ব্লক-ডি, শাহজালাল উপশহর, সিলেট

☎️ ০২৯৯৭৭০০৮৯৪, ✉ dig.sylhet@dife.gov.bd

 [অধিক্ষেত্র : সিলেট এবং সুনামগঞ্জ জেলার সমগ্র এলাকা]